বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা। ১৪ জুলাই মঙ্গলবার উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের বন্যায় প্রাবিত বিভিন্ন নিচু এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন দুই-একটি জায়গায় কিছু সমস্যা হলেও স্থানীয় জনসাধারণের তৎপরতায় এখন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। অত্র ইউনিয়নের বন্যা পরিস্থিতি স্বাভাবিক। এলাকাবাসীর ভাষ্যমতে বন্যার পানি এখন ধীরে ধীরে কমে আসছে। আল্লাহ একমাত্র হেফাজতের মালিক। যে কোন দুর্যোগ থেকে যেন আল্লাহ বানিয়াচং তথা পুরো দেশকে হেফাজতে রাখেন সেই দোয়ার দরখাস্ত রেখেছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com