স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠানের শ্লোগান ছিল ‘শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান’।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর দিলীপ রায়, মোঃ জাহির মিয়া, শেখ উম্মেদ আলী শামীম, আলমগীর মিয়া, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, গাছ আমাদের জীবন বাঁচায়, রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। বৃক্ষের ফল থেকে পাওয়া যায় পুষ্টি। পরিবেশ রক্ষার জন্যও বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকেও অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের জন্য কাউন্সিলদের প্রতি অনুরোধ জানান এমপি আবু জাহির।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com