স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর মাঝে ৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ কামরুল হাসান ও বিএনপি নেতা এম. ইসলাম তরফদার তনু। নির্বাচনে মো. মর্তুজ আলী পেয়েছেন ৩৯০ ভোট, সৈয়দ কামরুল হাসান পেয়েছেন ৮৮৫ ভোট এবং এম. ইসলাম তরফদার তনু পেয়েছেন ১০৪৭ ভোট। বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৩ হাজার ২০৮ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট। নির্বাচনে মোট ২১ হাজার ১১৭টি ভোট কাস্ট হয়। নিয়ম অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রার্থীকে কাস্টিং ভোটের এক অষ্টমাংশ ভোট পেতে হয়। কিন্তু তারা সেই সংখ্যক ভোট পাননি।