চুনারুঘাট প্রতিনিধি ॥ নারী ও শিশু উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মসূচির আওতায় হবিগঞ্জের চুনারুঘাটে দুদিন ব্যাপী শিশুমেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। মেলা উপলক্ষে শিশুদের চিত্রাংকন, নাচ, গান, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর সভাপতিত্বে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা খোর্শেদ আলম. বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাহিত্য সংস্কৃতি পরিষদের আহবায়ক বিদ্যুৎ পাল। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন, নাচ, গান, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।