বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ছোট ভাই হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ কাওছার চৌধুরী। তিনি গতকাল বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরীর কাছে থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চেয়ারম্যান প্রার্থী কাওছার চৌধুরী দীর্ঘদিন ধরে সুবিদপুর ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন এবং এলাকায় জনসেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি এবারের উপ-নির্বাচনে সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com