স্টাফ রিপোর্টার ॥ স্কুল পরিচালনা কমিটি না করায় বানিয়াচঙ্গের শ্রীমঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করে শরীরিক লাঞ্ছিত করেছেন বিদ্যালয়ের সদস্যের ছেলে আহাদ মিয়া। মারপিটে আহত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শিক্ষক আহাদ মিয়া। আহত শিক্ষক আহাদ জানান, মামলার জটিলতা থাকার কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কমিটি গঠন করা যাচ্ছে না। এতে বিদ্যালয়ের দাতা সদস্য মৃত সোনা মিয়ার ছেলে আহাদ মিয়া তাকে দায়ী করেন। রবিবার বিকেল ৫টার দিকে স্কুল ছুটি দিয়ে বাড়িতে ফেরার রাস্তায় আটক করে আহাদ মিয়া তার লোকজন নিয়ে প্রধান শিক্ষককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে আহাদ মিয়া প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে মারধোর করে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com