সাঁতার কেটে দুজন ফিরলেও খোঁজ নেই মারুফের

মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুশিয়ারা নদীতে পায়েল, রিফাত ও মারুফ নামে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়ে একজন নিখোঁজ হয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা ও ওসমানীনগর থানার মধ্যবর্তি স্থান শেরপুর কুশিয়ারা নদীতে। স্থানীয়রা জানান, সিলেট ওসমানীনগর থানার নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তি শেরপুর আবাসিক এলাকা জামে মসজিদে ২০ সদস্যের একটি তাবলীগ জামাতের টীম আসেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা। তাবলীগ জামাতে আসা মারুফ, পায়েল ও রিফাত নামে তিন জন গোসল করতে যায় কুশিয়ারা নদীতে। এসময় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় মারুফ (১৭)। ঘটনার খবর পেয়ে সিলেট ওসমানীনগর থানার ফায়ার সার্ভিসের একদল কর্মী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘন্টা উদ্ধার অভিযানেও খোঁজ মিলেনি মারুফের। কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়া মারুফের দুই বন্ধু পায়েল ও রিফাত জানান, ঘটনার দিন দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়েছিলেন তিন বন্ধু। নদীর ঢেউ, ঢেউ পানি দেখে সাঁতার কাটতে নৌকাযোগে একপাড় থেকে অন্য পাড়ে যায় তারা। নৌকা থেকে নেমে সাঁতার কেটে নদী পাড়ি দিয়ে তীরে যায় পায়েল ও রিফাত। পিছন ফিরে তাকালে মারুফের দেখা না মিললে খোঁজাখুজি করেন দুই বন্ধু মিলে। এ খবর পেয়ে এলাকার লোকজন নদী পাড়ে ভিড় জমান। এ রিপোর্ট লিখা পর্যন্ত মারুফের খোঁজ পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন আজ রাত ১০ট পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। ফতুল্লা নারায়ণগঞ্জের পশ্চিমতলা গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র মারুফ।