রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে অবৈধ উপায়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রি করায় ২ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন- আমির খানীর মহল্লার জয়নাল মিয়ার পুত্র সুমন মিয়া (৩০) ও কামাল খানী মহল্লার রোশন আলীর পুত্র ফয়সল মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানিয়াচঙ্গের সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং ইউনিয়নের বাগমহল্লা এলাকায় অভিযান চালান। অভিযানকালে অবৈধ উপায়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সময় কামালখানী গ্রামের ফয়সল মিয়া ও আমীরখানী গ্রামের সুমন মিয়াকে আটক করা হয়। পরে আটককৃতদের বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১১টায় ভূমি অফিস প্রাঙ্গনে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে জনপ্রতি ৫০ হাজার করে আটক ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বানিয়াচং থানা পুলিশ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করায় ২ জনকে আটক করে অর্থদন্ড করা হয়েছে। অবৈধ উপায়ে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।