সংবাদদাতা ॥ আজ থেকে নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নকশেবন্দী ও পীরে কামেল শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল ক্বাদরী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে দুইদিন ব্যাপী ফান্দাউক খেলার মাঠে দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুরু হচ্ছে। মাহফিল উপলক্ষে মুসল্লিদের থাকা-খাওয়া, তাবারুক শিরণী, বিশুদ্ধ পানির সার্বিক ব্যবস্থাসহ বিশাল প্যান্ডেল, স্টেইজ, সার্বিক নিরাপত্তা জন্য সিসিটিভি ক্যামেরা দ্বারা মাজার ও মাহফিল এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও অনলাইনের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। অজু, গোসল, টয়লেট, গাড়ি পার্কিং ছাড়াও ওয়াজ শুনার জন্য শতাধিক মাইক, বিদ্যুত সরবরাহের ব্যবস্থার পাশাপাশি আনুষাঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বি-বাড়ীয়া, বিশ্বরোড, সরাইল, কিশোরগঞ্জ, নাছিরনগর, কালীগচ্চ ও হবিগঞ্জের মাধবপুর, জগদীশপুর, নয়াপাড়া, কড়রা, রতনপুর, শায়েস্তাগঞ্জ, লাখাইসহ গুরুত্বপূর্ণ স্থানে যানজট মুক্ত রাখতে শত শত সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। অসুস্থ রোগিদের জন্য ডাক্তারসহ চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ঔষধপত্রের ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোড়দারসহ ব্যাপক প্রস্থতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোড়ণ ।
রবিবার বাদ ফজর ফাতেহা শরীফ, মোরাকাবা, মোশাহেদা, জিকির আজগারসহ দেশ ও জাতীর কল্যাণ, ঐক্য এবং মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনা করে পীর ছাহেব কিবলা আখেরী মোনাজাত করবেন। এছাড়া উভয়দিন ইছালে ছাওয়াব মাহফিলে দেশ বরেণ্য পীর মাশায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুুুজুগার্নে দ্বীন গুরুত্বপূর্ণ ওয়াজ নছিয়ত করবেন।