মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে রিকশাচালক মেহের আলীর স্বপ্নের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে ওই ঘরে থাকা ২টি গাভী। বুধবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ মেহের আলীর ঘরে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে গ্রামের কয়েক যুবক শোর চিৎকার শুরু করে। তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কিছুতেই আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। প্রায় ১ ঘন্টা আগুন জ্বলতে থাকে। এসময় আগুনের ভয়াবহতায় কেউ ঘরের কাছে যেতে পারেনি। ঘরের কোনো কিছু উদ্ধার করাও সম্ভব হয়নি। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রিকশা চালক মেহের আলী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেল। আমার স্ত্রী-সন্তান বাড়ি ছিল না। ঘরে রাখা স্বর্ণ, ধান দুইটি গাভি আগুনে পুড়ে মারা গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল আউয়াল জানান, রিকশা চালক মেহের আলী কাজ করে সংসার চালান। সন্দেহ হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।