স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে নিয়মনীতির তোয়াক্কা না করে তোরণ স্থাপন করায় সৃষ্টি হচ্ছে জনবিড়ম্বনা। রবিবার বিষয়টি হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভায় তুলে ধরেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন। সম্প্রতি দেখা যায় হবিগঞ্জ কোর্ট মসজিদের সামনে একটি তোরণ এমনভাবে স্থাপন করা হয় যা চরম যানজটের কারণ হয়ে দাঁড়ায়। তোরণের পিলারগুলো বসানো হয় রাস্তায়। ফলে তোরণকে মধ্যে রেখে দুদিকেই যানবাহন অতিক্রম করতে হয়। অযাচিতভাবে এ তোরণ স্থাপনের ফলে ওই রাস্তায় চরম যানজটের সৃষ্টি হয়। এ বিষয়টি আইনশৃংখলা কমিটির সভায় উত্থাপন করা হলে উপস্থিত সকলেই এ বিষয়ে একমত পোষন করে সচেতনতার সাথে বিবেচনা করা সকল নাগরিকের দায়িত্ব বলে মত প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আইন শৃংখলা সভা শেষ হওয়ার পরপরই দেখা যায় ওই তোরণটি সরিয়ে ফেলা হয়েছে। তোরণটি সরিয়ে ফেলার পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও শহরের যত্রতত্র যেনতেনভাবে তোরণ স্থাপনের ফলে শহরের সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে। এমনকি অনেক স্থানে দেখা যায় তোরণগুলো পুরোনো হয়ে আকাবাঁকা হয়ে আছে। সামনে ঝড়-বৃষ্টির মওসুম আসছে। ওই সময় পুরোনো তোরণ ভেঙ্গে পড়ে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীবৃন্দ।