বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্রিকস ফিল্ড মালিককে ৩ লাক টাকার অর্থদন্ড করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার তগলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রোডস এন্ড হাইওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রূপালী ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপালী ব্রিকস ফিল্ডকে সরকারি ভূমি থেকে উত্তোলনকৃত মাটি পুনরায় ভরাট করার নির্দেশ প্রদান করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।