স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রোকশানা পারভীন, পৌর কাউন্সিলর ইশরাত জাহান ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমূখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com