নিতেশ দেব, লাখাই থেকে ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত গীতা পাঠ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় লাখাই’র করাব ফুলতৈল শারদাঞ্জলী গীতা নিকেতনের ছাত্রী বৃষ্টি রাণী দাশকে সংবর্ধনা দেয়া হয়েছে। মানিক চন্দ্র দেবের সভাপতিত্বে ও ফুলন দেবের পরিচালনায় রবিবার বিকেলে করাব ফুলতৈল উৎসব কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃষ্টি রাণী দাশের হাতে ক্রেস্ট তুলে দেন উৎসব কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক ও শিক্ষক শারদাঞ্জলী ফোরাম হবিগঞ্জের সুজিত চন্দ্র পাল, শ্রেষ্ঠ শিক্ষক নন্দলাল বসাক, শ্রেষ্ঠ মা বিভা রাণী দেব, বিশিষ্ট সমাজসেবক মানিক চন্দ্র দেব ও সূচনা রাণী দেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজী পান্না লাল গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অমিত ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সূত্রধর, ফুলতৈল কুসুম বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক অনুজ কুমার দেব, এ কে এম সেলিম, শিক্ষিকা রীতা রাণী দত্ত, রাঢ়িশাল গীতা নিকেতনের পরিচালক দিলীপ সিনহা, সিংহগ্রাম ও বামৈ গীতা নিকেতনের শিক্ষক সজল কান্তি দাস, রাঢ়িশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমর চন্দ্র ধর প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে গীতা নিকেতনের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত গীতা প্রতিযোগিতা-২০১৯ এ সারা দেশের সকল গীতা পাঠ প্রতিযোগিদের মধ্যে বৃষ্টি রাণী দাশ ‘গ’ বিভাগে ৩য় স্থান অর্জন করে। গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরস্কারে ভূষিত করা হয়। স্বর্ণপদক লাভ করায় করাব ফুলতৈল উৎসব কমিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।