মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় এক ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমান
হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ৩ মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা প্রায় ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা ও প্রতীক মন্ডল এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড করেন। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় পোদ্দারবাড়ি রোডে অবস্থিত মেসার্স রুবেল ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com