শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির ১১ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী শাকিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট শফিকুল বারী আউয়াল, ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসিমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা। বক্তব্য রাখেন দাউদনগর বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সহ-সভাপতি মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, মানবাধিকার কর্মী জামাল আহমেদ রাজ, শামীম আহমেদ, সাইফুর রহমান ফয়সাল ও সাংবাদিক কামরুল হাসান প্রমূখ।
পরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারকে সংবর্ধনা দেয়া হয় এবং প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ নবনির্বাচিত কার্যকরি কমিটির ১১ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com