আজ বুধবার বাদ আসর মাধবপুর উপজেলার ছালেহাবাদ মাদ্রাসার অলিকুল শিরমনি মোজাদ্দেদে জামান আমীরে শরীয়ত ও তরিকত আমীরে হিযুবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাদ্দাঃ) এর শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব মাহফিল ও জমইয়তে হিযবুল্লাহ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ও ছালেহাবাদ মাদরাসার সুপার এ.কে.এস উবায়দুর রহমানের পরিচালনায় সম্মেলনে ওয়াজ করবেন জমইয়তে হিযবুল্লাহ সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন, জমইয়তে হিযবুল্লাহর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবু বক্কর মোহাম্মদ নেছারুল্লাহ, মাওলানা মির্জা নুরু রহমান বেগ, ড. মাওলানা রুহুল আমীন ছালেহী, মাওলানা কাজী মফিজ উদ্দিন জিহাদী, মাওলানা মহিবউল্লাহ আল মাহমুদ, মাওলানা রহুল আমীন আফসারী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা ড. কাফিল উদ্দিন সালেহীসহ হুজুর কিবলার সফরসঙ্গী ও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসিল করার জন্য মাদ্রাসার সুপার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com