হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বহুলা গ্রামে দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া মাদ্রাসার অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে কেন্দ্র থেকে প্রেরিত কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাজমুল হুদা চৌধুরী। বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, সাইদ আহমদ খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হুদা, আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, হাফেজ মাওলানা জাবের আল হুদা চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ প্রমূখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com