হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গত শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবং শায়েস্তাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের পরিচালনায় সভায় কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এদিকে আব্দুর রহমানকে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার বিষয়টি শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুর রহমান হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, জেলা একতারা শিল্পী গোষ্ঠীর সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় এই পদটি শূন্য হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com