স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রমাপুর মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নানের উপর হামলার প্রতিবাদে ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজের সভাপতিত্বে ও ইউপি সদস্য সৈয়দ মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। বক্তব্য রাখেন মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নান মাস্টার, ছুবহে ছাদেক হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী শিক্ষক মাস্টার মাহফুজুর রহমান, লাদিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের সর্দার খন্দকার সফিক মিয়া, শানখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, লাল চান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাগর বাউরী, চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, ইউপি সদস্যা আয়ূব চাঁন, বিশিষ্ট মুরুব্বি মোঃ মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জীবন ঘোষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক দ্রব্যের উপদ্রব বেড়ে গেছে। ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরো বলেন, মাদকের প্রবণতা এলাকায় বেড়ে যাওয়ার কারণেই এলাকার শিক্ষানুরাগী ও স্কুল শিক্ষক আব্দুল মান্নান মাস্টারের উপর হামলার ঘটনা ঘটেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন বলেন, আব্দুল মান্নান মাস্টার অত্যন্ত ভাল মানুষ। তিনি স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় শিক্ষার আলো জ¦ালিয়ে যাচ্ছেন। তার উপর হামলায় ঘটনা যখন ঘটে তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে গ্রেফতার করে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকায় জুয়া, মাদক প্রতিরোধে সকলকে ঐকবদ্ধ থাকতে হবে। কারো সন্তানকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার পর সে যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার সরকারি চাকুরী হবে না। অতএব সন্তানদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যেহেতু এলাকায় মাদক, চুরি, ডাকাতির প্রবণতা রয়েছে, সেহেতু শীতের সময়ে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিতে পারেন। প্রতিদিন রাতে ৫ জন করে পাহারা দিলে এলাকায় চুরি-ডাকাতিসহ কোন ধরণের অপকর্মের ঘটনা ঘটবে না।
প্রসঙ্গত, সম্প্রতি রমাপুর মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নানের উপর হামলা চালায় এলাকার চিহ্নিত মাদকসেবীরা। এ ঘটনায় পুলিশ রাসেল মিয়া নামে একজনকে গ্রেফতার করে। পরে রাসেল আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে।
চুনারুঘাটের রমাপুর মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালকের উপর হামলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com