নবীগঞ্জ প্রতিনিধি ॥ পেঁয়াজের পর লবণের দাম নিয়ে অস্থিরতা শুরু হয়েছে নবীগঞ্জ শহরে। গতকাল সোমবার বিকালে পেঁয়াজের দাম বেশী রাখায় বেশ কয়েকটি দোকান অবরোধ করে রাখেন শত শত বিক্ষুব্ধ জনতা। পরে জনতার চাপে পড়ে অবরুদ্ধ দোকানগুলো থেকে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেন দোকান মালিকরা। তবে পেঁয়াজের রেশ কাটতে না কাটতেই আচমকা রাত ৯টার পর গুজব রটে লবণের দাম বেড়ে গেছে। নবীগঞ্জ বাজারের জুনু পাল স্টোরে লবনের দাম রাখা হয় ১০০ টাকা কেজি। দ্রুত খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা নবীগঞ্জ নতুন বাজার জুনু পাল স্টোর অবরোধ করেন। জনতার চাপের মুখে পড়ে ওই ব্যবসায়ী ৫৫ টাকা কেজি করে লবণ বিক্রি করেন।