নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জহির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় লাখাই উপজেলার সাতাউক মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুম জহির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তার, ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, সহকারী কমান্ডার শফিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহী, এসআই শফিকুর রহমান সহ একদল পুলিশসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com