এম.এ মুহিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ইউসুফ আলী (৩৬) নামে এক ডাকাতকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ইউসুফকে আটক করে জনতা। আটক ডাকাত ইউসুফ সিলেটের আতাপুর গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, গভীর রাতে সদরঘাট গ্রামের জমসেদ মিয়ার বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় জমসেদ মিয়ার পরিবারের লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে শোর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের পিছু ধাওয়া দিয়ে ইউসুফ মিয়া নামের এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। ডাকাত ইউসুফের সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খয়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থালে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ডাকাত ইউসুফকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে দুপুরে ডাকাত ইউসুফকে জেলহাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউসুফের বিরুদ্ধে গোলাপগঞ্জ ও বিশ্বনাথ থানায় বিভিন্ন মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com