চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার সকাল ১১টায় শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামে মান্নান মাস্টার স্কুলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, শিক্ষক মাহফুজ মিয়া, খন্দকার সফিক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জীবন কুমার গোপ, শিক্ষক আব্দুল ওয়াহেদ, মিজানুর রহমান, আবুল কাশেম সুমন, শিবায়ন কুমার স্বপন, রনি প্রমুখ। তারা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় শানখলা উচ্চ বিদ্যালয়, মহিমাউড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কালীনগর হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবর মাস্টার একাডেমী এন্ড হাই স্কুল, ডেউয়াতলী আইডিয়াল হাইস্কুল, সুবেহ ছাদেক স্কুল, পঞ্চাশ হাই স্কুল, শাহ আবদাল ইসলামী একাডেমী, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ মডেল স্কুল, কালিনগর পাইলট স্কুল, লাদিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট, নুরপুর ইউনিয়ন মাদক নির্মুল শক্তি সংগঠন, ব্যতিক্রম চা-ছাত্র যুব সংগঠনসসহ ছাত্র/ছাত্রী অভিভাবক এবং এলাকার সহস্রাধিক লোক হামলাকারি রাসেলসহ তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন লেখাযুক্ত প্লেকার্ড হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ করে।
গত ৩১ অক্টোবর রাত ১টার দিকে ৩/৪ জনের একদল সন্ত্রাসী রমাপুর গ্রামের মান্নান মাস্টারের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে উপর্যুপরি কুপাতে থাকে। এক সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও তারা কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চুনারুঘাট থানা পুলিশ একই গ্রামের জালাল মিয়ার পুত্র রাসেল মিয়াকে আটক করে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com