রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীদের সম্মাননা এবং আল কোরআন ও আধুনিক বিজ্ঞান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী দারুন নাশাত মাদ্রাসা ও মাইসেব এ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দারুন নাশাত প্রাঙ্গনে উস্তাযুল উলামা আল্লামা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে ও মাইসেব’র সভাপতি আবদুল হালিম নোমানি আল আযহারি ও হামিদুর রহমান চৌধুরী সুমনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা ও চট্রগ্রাম হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা নুরুল আবছার আল আযহারি। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কবি ও সাহিত্যিক মাওলানা মুসা আল হাফিজ। সভায় বিশেষ অতিথি ছিলেন- মিশর থেকে আগত মাওলানা মহিবুর রহমান আল আযহারি, ঢাকা উত্তরা ১১নং সেক্টর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইহসানুল্লাহ সন্দ্বিপী, জামিয়া সাদিয়া বিশ্বনাথ মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আমীরুল ইসলাম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মুহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা তাহমীদুল মাওলা, অক্সফোর্ড ইউকের প্রিন্সিপাল ইউনিভিশন স্কুল এন্ড কলেজের ফরমার খতিব মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ ও সিলেট দয়ামীর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা হোসাইন আহমদ। অনুষ্ঠানটি ৩টি অধিবেশনে বিভক্ত ছিল। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা ও ইংল্যান্ডের ওল্ডহ্যাম আল হুদা একাডেমির প্রিন্সিপাল মুফতি জুনায়েদ আহমাদ। ৩য় অধিবেশনে সভাপতিত্ব করেন- মাইসেব’র প্রেসিডেন্ট আবদুল হালিম নোমানি আল আযহারি। বিশ্বজয়ী হাফেজ-সাআদ সুরাইল, নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ জাকারিয়া, তরিকুল ইসলাম ও সাইফুর রহমান তকিকে মাইসেব’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো- মিশর থেকে কেরাতের উপর সনদপ্রাপ্ত বিশ্বখ্যাত হাফেজ মাওলানা ক্বারী সাঈদুল ইসলাম আসাদ ও বিশ্বজয়ী শিশু ক্বারী আবু রায়হান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সিফাত উল্লা আড়াইহাজারি। ইসলামী সংগীত পরিবেশন করেন স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী খন্দকার হারুনুর রশীদ ও দাবানল শিল্পীগোষ্ঠীর সদস্য হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে হাজার হাজার শিক্ষার্থী, ওলামায়ে কেরামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com