ডা: এস এম সারোয়ার সভাপতি আবু নাসের মুসা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সাংগঠনিক
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকার পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন মহাসচিব ড. স ও ম আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান আল আবেদী প্রমূখ নেতৃবৃন্দ।
পরে সারাদেশ থেকে আসা উপস্থিত ডেলিগেটদের গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে সভাপতি পদে ক্যান্সার গবেষক ডা: এস এম সারোয়ার, সাধারণ সম্পাদক পদে আবু নাসের মুসা, সাংগঠনিক সম্পাদক পদে গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক পদে মোবারক হোসেন নির্বাচিত হন। নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা শাখা। বিজ্ঞপ্তি