স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নকল কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে শহরের খাদ্যগোদাম রোডের হরেকৃষ্ণ ট্রেডার্সের মালিক কাজল রায়কে ৬ হাজার টাকা এবং বানিয়াচং রোডের একতা ট্রেডার্সের মালিক আলমগীর হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার নকল কীটনাশক জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এদিকে অভিযান পরিচালনাকালে খাদ্য গোদাম রোডে রনি এন্ড নয়ন টেডার্সের মালিক পিন্টু রায় অভিযানের সংবাদ পেয়ে দোকান লাগিয়ে পালিয়ে যান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, ব্যবসায়ী কাজল রায় ও আলমগীর হোসেনসহ কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হবিগঞ্জে নকল কীটনাশক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দুপুরে জেলা সদরের কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দুই জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাদের দোকান থেকে নকল পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এ সময় তারা ভুল স্বীকার করে বলেছে আর জীবনে এমন নকল পণ্য বিক্রি করবেন না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com