স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পরিত্যক্ত দোকানভবনের নির্জন স্থানে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। প্রায়ই স্কুল কলেজের শিক্ষার্থীরা এসব স্থানে গিয়ে আমোদফুর্তি করে। অভিযোগ রয়েছে স্টেডিয়ামের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করেই এসব করছে তারা। ওই এলাকায় ময়লা আবর্জনার স্তুপ থাকায় দুর্গন্ধে কেউ কাছে না যাওয়ার সুযোগে এক শ্রেণীর যুবকরা স্টেডিয়ামের গ্যালারির নিচের কামরাকে অসামাজিক কাজের স্থান হিসেবে ব্যবহার করে আসছে। বিষয়টি এলাকাবাসী পুলিশকে অবগত করলে গতকাল সোমবার দুপুর ১২টায় সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৬ যুবককে আটক করে। আটককৃতরা হলো- সদর উপজেলার বহুলা গ্রামের মৃত শাহানুর মিয়ার পুত্র মজিব রহমান (১৮), রিচি গ্রামের আলাউদ্দিনের পুত্র সাগর মিয়া (১৭), সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল করিমের পুত্র নাফিজ মিয়া (১৮), রিচি গ্রামের আব্দুল আলীর পুত্র আলিফ মিয়া (১৮), চুনারুঘাট উপজেলার সতং বাজারের আরজু মিয়ার পুত্র আল-আমিন (১৯) ও হলহলিয়া গ্রামের খলিল মিয়ার পুত্র সাইফুল (২০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা বিপথগামী যুবতীরা সটকে পড়ে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, স্টেডিয়াম এলাকায় ইতিপূর্বে আরও অনেক শিক্ষার্থীকে আটক করলেও তাদের অপরাধ তৎপরতা দমন করা সম্ভব হচ্ছে না। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান ওসি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com