মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে চাচাতো ভাই। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নালমুখ (লাতুরগাঁও) গ্রামের রাসেদ মিয়ার ছেলে ইউনুছ মিয়া ও তার চাচাতো ভাই ছুরুক মিয়ার ছেলে সাহেদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে ইউনুছ মিয়ার লোকজন সাহেদ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন সাহেদ মিয়াকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষ তাদের উপরও হামলা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। এদিকে, ওই দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা রেফার করেন।
অপরদিকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা তিনজনকেও সেখানকার কর্তব্যরত ডাক্তার ঢাকা রেফার করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- আব্দুল আহাদ (৪০), শাহেদ মিয়া (৩৫), ছুরুক মিয়া (৬০), টুঠুল মিয়া (২৫) ও নিছপা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন- ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com