
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ পার্শ্ববর্তী অলিপুর গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় (২২ ফেব্রুয়ারি) আবুল কাশেমকে খোঁজে পাচ্ছিল না তার পরিবার। রোববার সকালে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবুল কাশেম এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। স্থানীয়রা জানান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি সায়হাম গ্রুপে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।