
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে অজ্ঞাত ৬ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারি দুপুরে আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের সামনে (১১-০৬৬৬) শেরপুর ডিআই পিকআপ ও ঢাকাগামী এক্স নোহা (ঢাকা মেট্র -চ ১৫-১২৮১) গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদেরে উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় গাড়ি শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে ওসি আবু তাহের দেওয়ান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com