সুমন আহমেদ বিজয় ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের ভাদিকারা পান্না সড়ক এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী নামে ১ যাত্রী নিহত হয়েছেন। নিহত ইউসুফ আলী (৩৫) ফুলবাড়িয়া গ্রামে বাসিন্দা।
সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে হবিগঞ্জ থেকে লাখাই ও লাখাই থেকে হবিগঞ্জগামী দুটি সিএনজি ওই স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ আলী নিহত ও দশজন যাত্রী আঘাতপ্রাপ্ত হয়। তাদের মধ্যে ৪ ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন। সিএনজি আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com