স্টাফ রিপোর্টার ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “শিক্ষা-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হবিগঞ্জ জেলা উন্নয়নের দিক থেকে অবহেলিত। প্রাকৃতিক ও খনিজ সম্পদের পর্যাপ্ততা এবং জেলার বুক চিড়ে বয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কের এন-২ উপর ভিত্তি করে সারাদেশ থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো হবিগঞ্জে তাদের প্লান্ট নির্মাণ করছে। মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত গড়ে ওঠা শিল্প-কারখানাগুলো স্থানীয়দের তিন ফসলী জমিতে গড়ে ওঠেছে। যা দেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও শিল্পনীতির সাথে সাংঘর্ষিক। পরিবেশ ও প্রতিবেশের জন্যও শিল্প-কারখানাসমূহ হুমকী হয়ে দাঁড়িয়েছে। আরো পরিতাপের বিষয় হচ্ছে স্থানীয় যোগ্য মানবসম্পদ থাকা সত্বেও দেশের বিভিন্ন জেলা থেকে এসব শিল্প-কারখানাসমূহ কর্মী নিয়োগ হচ্ছে। হবিগঞ্জের শিল্পকারখানাগুলোতে নিয়োগে স্থানীয় যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। এটা হবিগঞ্জবাসীর প্রতি দয়া নয়; বরং ন্যায্য হিস্যা।” গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’ এর নবীন বরন, নতুন কমিটি ঘোষণা, বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
‘খোয়াই বন্ধন’ এর সভাপতি ও সমাজকর্ম বিভাগের সদ্য প্রাক্তন শিক্ষার্থী শাকির আহমদ রিপনের সভাপতিত্বে সভায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোর্শেদ আলমকে সভাপতি ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. শাকিল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়।