স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রাসের মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম টনুকে দিন দুপুরে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সৈয়দ ফুরকান আলী ও তার লোকজন। মুমূর্ষ অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত ফুরকান আলীর কাছে অলিপুর রাসেল মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম টনুর টাকা পাওনা ছিল। ফুরকান আলী পাওনা টাকা না দেয়ায় টনু মিয়া ফুরকান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জেরে গতকাল টনু মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার খেতে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে সুরাবই গ্রামের ফুরকান আলী ও তার লোকজন তাকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা টনুকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একাধিক ব্যবসায়ী চাঁদাবাজিসহ নির্যাতনের শিকার হয়ে ফুরকান আলীর বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা দায়ের করেন। পুলিশ তাকে একাধিকবার গ্রেফতার করে কারাগারে পাঠায়। তার পরও ফুরকান আলী তার লোকজন ব্যবসায়ীদের নানাভাবে নির্যাতন করে আসছে।