স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীকে সরকারি সহায়তা দিবে হবিগঞ্জ জেলা পরিষদ। নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার এর নির্দেশে জেলা পরিষদের কর্মকর্তারা গতকাল অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তালিকা প্রস্তুত করে তাঁদের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও সদস্য আলাউর রহমান শাহেদসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে মিরপুর বাজারে জেলা পরিষদের জায়গা লীজ নিয়ে তৈরী করা দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com