পরিদর্শনের পর দ্রুত মেরামতের নির্দেশ দিলেন ইউএনও
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে খোয়াই নদীর বাঁধ হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয় দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার নজরে আসে। গতকাল শনিবার দুপুরে তারা শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলাপুর গ্রামে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান। তাদের সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া ও শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার। ঘটনাস্থলে পৌঁছে হবিগঞ্জ বিআরডি’র পানির মেশিন সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদানসহ খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামত করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা। তিনি বলেন, প্রাকৃতিক গোলযোগের কারণে খোয়াই নদীর বাঁধ হুমকি মুখে রয়েছে। এতে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার সময় মারাত্মক ক্ষতিসাধন হতে পারে। তিনি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামত করার ব্যবস্থা করবেন বলে এলাকাবাসীকে আশ^স্থ করেন। এতে এলাকাবাসী আপ্লুত হয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com