স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের শায়েস্তানগর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদেরক সতর্ক করা হয়।
তবে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, বাজারে মাছ, মাংস, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বোশ রাখা হয়। নানা অজুহাতে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দেন। এ বিষয়ে ক্রেতারা ওই বাজারে আরও মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com