ইয়াবা ট্যাবলেটসহ চোরাই মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার ও উমেদনগর থেকে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও চোরাই টিভিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- শহরের উমেদনগরের মৃত শুকুর আলীর পুত্র হানিফ মিয়া (৩০), পুরান মুন্সেফি এলাকার আব্দুল হাই’র পুত্র দীন ইসলাম (৩০) ও নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত উল্লাহর পুত্র খলিল মিয়া (৪০)। সদর থানার এসআই কৃষ্ণধন দাশ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের তল্লাশী করে চোরাই মালামাল ও খলিলের পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উল্লেখিতদের বিরুদ্ধে একাধিক চুরি-ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com