মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুর্নীতি প্রতিরোধে গণশুনানী এবং জনগণের সমস্যা/অভিযোগ লিপিবদ্ধকরণ, নিষ্পত্তিকরণ ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের পরিচালক ইয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল। সোমবার বিকেলে উপজেলার মনতলা তেমুনিয়ায় বিজিবির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মনতলা বিওপি কমান্ডার সুলতান আহমেদ, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, আঃ রউফ মেম্বার, সমাজ সেবক শানু ভূইয়া, সাংবাদিক হামিদুর রহমান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com