বিভিন্ন অনুষ্ঠানে এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ পরিবর্তিত বিশ্বব্যবস্থার দিকে তরুণ প্রজন্মকে নজর রাখার আহ্বান জানিয়েছেন টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য এ আহবান জানান।
অ্যাডভোকেট আবু জাহির বলেন, তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের তরুণ প্রজন্ম এক উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করবে।
শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আগ্রহী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখন যে জাতি তথ্য প্রযুক্তির শিক্ষায় যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত তথ্য প্রযুক্তির শিক্ষা নিশ্চিতে কাজ করছেন।
এমপি আবু জাহির গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া শাহ স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে তিনি পৈল ইউনিয়নের চানপুর গ্রামে গণসংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানগুলোতে এলাকার মুরুব্বীয়ান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল দুপুরে এমপি আবু জাহির চুনারুঘাট উপজেলায় ‘তারুণ্যের সমাবেশে’ বক্তৃতা করেন।