স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে আটক রোহিঙ্গা নারী রোজিনা আক্তার ওরফে রোকেয়াকে (২০) জামিন দিয়ে তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এর প্রেক্ষিতে ৩১ জানুয়ারি সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল নারী পুলিশ তাকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের জিম্মায় দিয়ে আসে।
এসআই মমিনুল ইসলাম জানান, রোহিঙ্গা নারী ও জালিয়াতির মূলহোতা মাহিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলাও হয়। গত ৩০ জানুয়ারি রোহিঙ্গা নারী রোজিনা আক্তার ওরফে রোকেয়াকে আদালতে হাজির করে তার জামিন প্রার্থনা করা হলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ হাসানুল হক তার জামিন মঞ্জুর করে। এ প্রেক্ষিতে পুলিশ ৩১ জানুয়ারি রোকেয়াকে নিয়ে টেকনাফে যায়। রোজিনা আক্তার ওরফে রোকেয়া রোহিঙ্গা ক্যাম্পের হারুন মিয়ার কন্যা। এদিকে রোকেয়ার সাথে আটক শহরের রাজনগর এলাকার হারুন মিয়ার পুত্র মাহিও আদালত থেকে জামিন লাভ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com