নিজস্ব প্রতিনিধি ॥ পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আজিম হোসেন ও তার স্ত্রী নওশীন আজিমের উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার স্থানীয় উত্তর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ূন কবির। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম খান ওরফে ঝন্টু খান এর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মাহতাব ও কাজী মোঃ সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুস সালাম মৃধা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব মিয়া, মোঃ শাহজাহান মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com