সংবাদদাতা ॥ টানা শৈত্য প্রবাহে কাবু হয়ে পড়েছেন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী। কনকনে ঠান্ডায় দিনমজুর শ্রেণির বড় একটি অংশ কাজে যেতে পারছেন না। একদিকে শীতের কষ্ট অন্যদিকে কর্মহীনতায় ভূগছেন সমাজের নিম্ন আয়ের লোকজন। জেঁকে বসা শীত না কমায় তাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘ শৈত্য প্রবাহ আর ঠান্ডা বাতাসে কষ্টের পরিমাণ বেড়েই চলেছে। নিম্ন আয়ের লোকজন পুরাতন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন। শীতের কষ্ট থেকে বাঁচতে হিমশিম খাচ্ছেন দরিদ্র পরিবারের শিশু ও বয়স্করা। এ অবস্থায় দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সুধিজন।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয় সূত্রে জানা যায়, এবার বানিয়াচং উপজেলায় ৭ হাজার ৯শ’ কম্বল বিতরণ করা হয়েছে। বানিয়াচং একটি বড় উপজেলা হিসেবে কম্বলের সংখ্যা অপ্রতুল।
বানিয়াচং ইসলামি নাগরিক কমিটির সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান বলেন- শৈত প্রবাহ একটি জাতীয় দুর্যোগ। তাই অসহায় ও দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিশিষ্টজদের এগিয়ে আসতে হবে।