ফুটপাত অবমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার পৌরসভা পূর্বঘোষিত কার্যক্রমের আওতায় এ অভিযান চালায়। পৌর মেয়র আতাউর রহমান সেলিম সম্প্রতি হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত অবমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগের আওতায় সোমবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়া হতে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ঈদগাহ রোড হতে চৌধুরী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার প্রধান সড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মোঃ জাবেদ ইকবাল চৌধুরী হ্যান্ড মাইকে বলেন- অবমুক্ত করা ফুটপাতে পুনরায় দোকানপাট বসালে অথবা জিনিসপত্র রাখলে মালামাল জব্দ, জরিমানা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com