পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কল করতে হয়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ডোম মিজানের সাথে কর্মচারীদের বাকবিতন্ডা হয়েছে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় হাসপাতালে আসা রোগীরা ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত ৮টার দিকে জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময় তুচ্ছ বিষয় নিয়ে মিজান হাসপাতালের জরুরি বিভাগে স্টাফদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাকবিতন্ডায় লিপ্ত হয়। ওই সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজা পরিস্থিতি সামালের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে থানায় খবর দিলে এসআই সনক কান্তিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com