স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজার থেকে আন্তঃজেলা গাড়িচোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে ডিবির ওসি নুর হোসেন মামুনের নির্দেশে এসআই আলমগীর ও সত্যজিতের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই নোহা (নং ঢাকা-মেট্রো-চ-১৩৩৭০০) গাড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলো- উপজেলার নসরতপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন ও গোকুলপুর গ্রামের লক্ষ্মিকান্ত দেবের পুত্র অলক দেবনাথ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com