স্টাফ রিপোর্টার ॥ প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হবিগঞ্জে ৩ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রিমিয়ার ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক তপন ভট্টাচার্যের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অশুক দত্ত বাচ্চু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com