স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান। বক্তৃৃতা করেন সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক এম এ হান্নান, উসমান গণি রুমি, মিজানুর রহমান মিজান, হাজী শাহাদাত হোসেন তুহিন, আজিজুল ইসলাম হৃদয়, আশরাফুল ইসলাম, ঝুমা রবিদাস, বীণা রাণী দাস, নাছিমা আক্তার, সানজিদা আক্তার তারিন, লিজা আক্তার, সাংবাদিক শাহেনা আক্তার, শিরিন আক্তার প্রমূখ। সভায় পইল, তেঘরিয়া ও নিজামপুর ইউনিয়নের দলিত রবিদাস জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সাথে এডভোকেসি করে সমস্যাগুলো সমাধানের চেষ্টার সিদ্ধান্ত নেয়া হয়।