লাখাইয়ে বিট পুলিশিং সভা
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় পশ্চিম বুল্লা ঈদগাহ মাঠে বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন বুল্লা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ। বুল্লা ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মৃদুল কুমার ভৌমিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) চম্পক দাম, সাংবাদিক অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম, বুল্লা ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহারুল ইসলাম তাউছ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য বাবুল আহমেদ, সাংবাদিক বিলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ভেলু মিয়া, সাধারণ সম্পাদক হাদিস মিয়া, এএসআই সাদেকুর রহমান প্রমূখ।
সভায় ওসি মোঃ আবুল খায়ের বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন- আপনাদের যে কোন সমস্যায় আমাদের সাথে কোন ধরনের দালাল বা তৃতীয় ব্যক্তি দ্বারা যোগাযোগ না করে সরাসরি আপনারা যোগাযোগ করবেন। নতুবা যেকোন সমস্যা নিয়ে ৯৯৯ যোগাযোগ করবেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে। চুরি, ডাকাতি, জুয়া, মদ, গাঁজা রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কোন ধরনের তদবির আমাদের কাছে চলবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com