সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরীতে গুণগত ও মানসম্মত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। এজন্য প্রয়োজন প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতাসহ সকল পেশাদার গুণাবলির চর্চা করতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ৪ জানুয়ারি বেলা ২ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে সামার সেমিস্টার ২০২৩ এর ফাইনাল পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ ভাইস চ্যান্সেলর এর হাতে ফলাফল তুলে দেন। পরে ভাইস চ্যান্সেলর ফলাফল বিবরণীতে সাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্কুল অব ল’ এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. এমরান উদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com